সাতে পাঁচে কবিতায় (আজ প্রভাতে সে সুর শুনি) রিতা মিত্র
ঠিকানা বিহিন পথ
চোরাবালির স্রোতের মতো সময় বিবাদী হলে,
বাসা ছেড়ে উড়ে যায় কাক।
ভাঙাচোরা স্বপ্নের উঠোনে এখন একা দাঁড়িয়ে
স্পর্শকাতর আবহাওয়া অনুমান করে,
অনেকে ঘুরিয়ে নিয়েছে গলির মুখ।
যদিও সূর্যের প্রথম আলো পুবের জানালার কড়া নেড়ে যায়,
বৃষ্টির ছাঁট ভিজিয়ে দিয়ে যায় পশ্চিমের ঝুল বারান্দা।
সব স্বপ্ন সত্যি হয়না জানি,
সন্ধ্যার আকাশে জড়িয়ে থাকা ক্ষীণ আলোর কাছে গচ্ছিত রাখি সব যন্ত্রনা,
ঢেউয়ের মুখোমুখি হয়ই প্রতিদিন।
প্রত্যুষের আলোতে দেখতে পাই
ঠিকানা বিহিন এক দীর্ঘ পথ পড়ে আছে আমার সামনে