T3 || আমি ও রবীন্দ্রনাথ || বিশেষ সংখ্যায় রাজু মন্ডল
by
·
Published
· Updated
রবিঠাকুর
যেন গিঁট দিয়ে বেঁধে দিয়ে গেছো
সমস্ত প্রেম
নকল করে করে আমরা যারা বেহায়া হয়ে পড়েছি
সুরে – কথায়
তুমি শুধু তাদের দোহায় মাত্র
এই যে যৌবনে ডুকরে ওঠা
বিরহে কঁকিয়ে ওঠা
সব আবেগ রেখে গেছো খোলা খাতার বিছানায়
প্রায়ই সাদা দাঁতওয়ালা হারমোনিয়ামে কি নিষ্ঠুর ভাবে বেজে ওঠো
অথচ নিজে ফিরবে না বলে
অপর্ণা, মিতালিদের ফিরিয়ে আনার গান রাখোনি
আর সেই সুযোগে পারমিতা, কবিতারা বলে , “আমি নাকি বেকার পড়ে আছি তোমাকে নিয়ে “
“তুমি নাকি সেকেলে রবিঠাকুর “!