কবিতায় রঙ্গীত মিত্র

ঘুমন্ত
জ্বর হলে যৌনতা বাড়ে
কবরের দেওয়ালে
জেগে থাকা বট গাছ
উত্তাপ ভেসে আসে , নরম ঠোঁটে।
স্তন, যোনী — নারী শরিরের বিবর্তন
স্বপ্নের মত
ঘুমের ভিতরে খেলা করে।
ঘুম থেকে উঠে লেপ, বালিশ আর বিছানা।
পুরুষের বাড়িয়ে দেওয়া জানলা আর ক্ষমতার
ছাই
নিয়মের দলিল ওড়ে ।
অথচ না জানা কোনো নির্জন নদীর পাশে
তারা শুয়ে আছে ফুল হয়ে।
কামসুত্রের ভিজে যাওয়া পাতায় এখনো
২৫ নম্বর, মুছে যায়নি।
জ্বরের মধ্যে ঈশ্বর নেমে আসেন।
জ্বরের মধ্যে হ্যালুসিনশন।
ঘুম আসে। এতদিনের প্রতীক্ষার ঘুম।