আন্তর্জাতিক || পাক্ষিক পত্রপুট || এ রোহিত কুমার সরদার

অরণ্যে রোদন
অশ্বক্ষুরে হাত পেতেছি ধুলোর আলাপন
জীবাণুরা ওঁৎ পেতে রয় মওকা অনুক্ষণ।
লাল নটে ক্ষেত টগবগিয়ে বাড়া ভাতে ছাই
ছড়ায় দানা বলতে মানা আড্ডা হাফ আখড়াই।
তত্ত্বকথা ঝাঁ গুড়গুড় কুয়াশার দাপাদাপি
কোন ভাঁড়েতে কতটা রসদ আঁধারে জল মাপি।
মাপছি এখন আশায় আশায় সচল আছে পা
কোথায় আছে জল বিছুটি বাঁচিয়ে চলি গা।
আমার আমি বেশ তো আছি স্বার্থ নিউক্লিয়াস
মাঝে মাঝে একাকিত্ব ঘুমায় বিবেক লাশ।
আপনি বাঁচলে বাপের নাম তুচ্ছ আত্মজন
বিপদ কালে চক্ষু আঁধার অরণ্যে রোদন।