• Uncategorized
  • 0

T3 || আমি ও রবীন্দ্রনাথ || বিশেষ সংখ্যায় রাজেশ কান্তি দাশ

রবির আলো

যে সূর্যটা জ্বলে উঠছে ওখানেই আছে তারাদের বাস
সবাই দেখে না তা কেহ কেহ দেখে অই আকাশ।
এ প্রজন্ম কিংবা ভবিষ্যৎ চায় শুধু তার একটু আলো
আমার পৃথিবীও ফুলের মতো গন্ধে-সৌরভে থাকুক ভালো।
পুত্রের ঘাড়ে পিতার লাশ চিতায় চিতায় পুড়ছে মরা
ধরা স্নাত হোক রবির আলোয় কাটাতে এ সর্বনাশী জরা।

চৈত্রের রৌদ্র

যে সূর্যটা জ্বলে উঠছে ওখানেই আছে তারাদের বাস
সবাই দেখে না তা কেহ কেহ দেখে অই আকাশ।
এ প্রজন্ম কিংবা ভবিষ্যৎ চায় শুধু তার একটু আলো
পাখিদের পৃথিবীও ফুলের মতো গন্ধে সৌরভে থাকুক ভালো।
পুত্রের ঘাড়ে পিতার লাশ চিতায় চিতায় পুড়ছে মরা
ধরা স্নাত হোক চৈত্রের রৌদ্রে কাটাতে এ সর্ববাশী জরা।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।