কবিতায় পদ্মা-যমুনা তে রবীন জাকারিয়া

স্বাধীনতার পথ

ভাষার জন্য রক্ত দিয়ে
বুঝেছি স্বাধীনতার স্বাদ
পশ্চিমাদের শোষণে বুঝেছি
ওদের করবোই বরবাদ৷
আসাদের শার্টের রক্ত লাল
সবুজ জমিনে ফেলে
তৈরি করে নতুন পতাকা
ধরণীতে ধরেছি মেলে৷
বিশ্ব সেদিন করেনি বিশ্বাস
তামাশা করেছে ভুলে৷
লাখো শহিদের রক্তে দিয়েছি
স্বাধীনতার পথ খুলে৷

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।