কবিতায় পদ্মা-যমুনা তে রবীন জাকারিয়া
স্বাধীনতার পথ
ভাষার জন্য রক্ত দিয়ে
বুঝেছি স্বাধীনতার স্বাদ
পশ্চিমাদের শোষণে বুঝেছি
ওদের করবোই বরবাদ৷
আসাদের শার্টের রক্ত লাল
সবুজ জমিনে ফেলে
তৈরি করে নতুন পতাকা
ধরণীতে ধরেছি মেলে৷
বিশ্ব সেদিন করেনি বিশ্বাস
তামাশা করেছে ভুলে৷
লাখো শহিদের রক্তে দিয়েছি
স্বাধীনতার পথ খুলে৷