কবিতায় পদ্মা-যমুনা তে রবীন জাকারিয়া

উল্টা ঝুলি

গাছের ডালে যেমন করে
বাঁদুর ঝোলে উল্টা,
আমিও ঝুলি তেমনি করে
ধরছি নাতো ভুলটা৷
বাঁদুর নাকি দিনে ঘুমায়
রাতটা থাকে জেগে,
ঘুমিয়ে ভুলি দিনটা তবু
রাতেই উঠি রেগে৷
আগুন লাগা বাজারটাতে
পারিনাতো ঢুকতে,
ক্যামনে দেখি পরিবারের
অনাহারে ভুগতে৷
তাইতো দিনে অন্ধ থাকি
বাঁদুর ভানে উল্টা,
কর্ম নাই, কামাই নাই
শেষ হলো সব কূলটা৷
বাচ্চারা সব গাছের নীচে
ডাকছে বাবা আসো,
খাবার কোনো চাইনা তবু
একটু ভালোবাসো৷
ওদের ডাকে ভুলটা ভেঙ্গে
উল্টা থেকে সোজা,
ওরাই হলো মানিক রতন
নয়তো কভু বোঝা৷
সোজা হয়ে সোজা পথে
দিলাম পথ পাড়ি,
লজ্জা ঝেড়ে কামলা দিয়ে
ফিরলাম সেই বাড়ি৷
হাতে ছিলো একমুঠো চাল
আর কিছু তরকারি,
ওদের খুশি দেখে ভাবি
এই ছিলো দরকারি৷
আবেগমাখা চোখে তাকাই
বড় গাছের ডালটা,
উল্টা হয়ে ঝুলেই আছে
মস্ত বাঁদুর পালটা৷
ভাবছি মনে এটা ওদের
সহজাত স্বভাবটা,
আমরা পারি সুখি হতে
দূর করলে অভাবটা৷

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।