কবিতায় পদ্মা-যমুনা তে রবীন জাকারিয়া (গুচ্ছ কবিতা)

১| তোমার অপরুপ ভাস্কর্য
তোমার অপরুপ ভাস্কর্য
আমার হৃদয়ে আসীন৷
প্রতিটি বাঁক, পর্বত, উপত্যকা, বনাঞ্চল
রিভার বেসিন অতি চেনা৷
স্বযতনে রাখা দূর্লভ শিল্প কর্মটি
নিজের করে রাখতে পারিনি
লুটেরার হাত থেকে৷
সেই কবে থেকে খুঁজে বেড়াই
হারানো শিল্পটি ফিরে পেতে!
পাওয়া হয়নি আজো!
শিল্প জ্ঞান বিবর্জিত সমাজ
আমাকে বিয়ে পাগল ভাবলেও
চিৎকার করে বলতে পারিনা-
হারিয়ে যাওয়া ভাস্কর্যটা আমি
খুঁজি পেয়েছি “পরী”র মাঝে,
কিন্ত তাকে ধরবার
অত বড় ডানা নেই যে আমার৷
২| আমার প্রিয় বাংলাদেশ
এ প্রজন্মের কাছে
গ্রাম মানে
মেঠোপথে গন্তব্যহীন হাঁটাহাঁটি
ফসলের মাঠে স্তূপাকার ধানের আঁটিতে
দূরন্ত মাতামাতি৷
গ্রাম অর্থ
নাগরিক জীবনের বাহিরে
কিছুটা সময় বিনোদনের উপকরণ৷
কৃষাণ-কিষানীর আটপৌড়ে জীবনের
সস্তা মূল্যায়ণ৷
গ্রাম মানে
অচেনা এক গ্রাম্য জীবন৷
আমার কাছে
গ্রাম মানে
নাড়ির টান, সুখানুভূতি৷
গ্রাম আমার অহংকার
আমার সবটুকু ভালবাসা৷
গ্রাম অর্থ গ্রাম্য নয়
বরং গ্রামীন জীবন৷
গ্রাম মানে
আমার প্রিয় বাংলাদেশ৷