কবিতায় কাজী জুবেরী মোস্তাক

আঁধার ভালোবাসি

অন্ধকার বড় ভালোবাসি
তাই অন্ধকারই খুঁজি
আর বসবাস ঐ অন্ধকারেই ৷
আলোর স্বাদ নিতে চাই না
মিষ্টি সকালের গন্ধ চাই না
চাই না সূর্যের সোনালী আলো ৷
রাতের আঁধারে যদি কভু ওঠে
ঝলসানো রুপোর আলো
তাই দেখে আমৃত্যু থাকবো ভালো ৷
আঁধারের মাঝে পাই ছদ্মবেশ খুঁজে
আঁধারই আছে তাই অলস মস্তিষ্কে ৷
আঁধারের রুপালী রুপটা কেমন
দেখেছো কি কেউ কভু কখনো ?
তাইতো আঁধারে দ্বিধাদন্দ এমন ,
আঁধারে রয়েছে শিশু মায়ের জঠরে ,
কৃষ্ণ সাগরের জলও রয়েছে আঁধারেই পড়ে ,
ব্ল্যাকহোলস রয়েছে সেই আঁধারেই পড়ে ৷
আলোর রুপটা দেখবে আঁধার কাছে এলে
রাতের আঁধার বিহনে আলো কি গো ফোঁটে ?
তাই দেখো আঁধারের পিছু আলোক ছটা ছোটে ,
ঠিকই একদিন এভাবেই উঠবো বেড়ে
আঁধারের মাঝে উজ্জল আলো হয়ে
অবাক বিস্ময়ে থমকে দেখবে পৃথিবী আমাকে ৷

আমি স্বপ্ন সন্ধানী

স্বপ্নগুলো পূরণ হওয়ার আশা জাগায় বারবার
প্রলোভনে এই আমাকে ধর্ষণও করেছে বহুবার ,
বিনিময়ে স্বপ্নগুলো ভেংগেচুরে গেছে বারংবার
ষোড়শী মতো নিজেকে গুটিয়ে নেইনি আবার ৷
লোকলজ্জার ভয়ে নিজেকে কোনঠাসা করিনি
প্রতিবাদী কন্ঠের মতো আবারও জেগে উঠেছি ,
ধর্ষিতার স্বপ্নের মতো স্বপ্নরা ভেঙ্গেছে দেখেছি
তবু নিজেকে লজ্জাবতীর মতো গুটাতে দেইনি ৷
আকাশের মতোই বিশাল স্বপ্নের পৃথিবী আমার
এক স্বপ্ন ভেঙ্গেছে তো হাজার স্বপ্ন আছে আমার ,
স্বপ্নরা আগ্নেয়গিরির মতো উদগিরন হবেই তার
সব বাধা সংশয় কাটিয়ে জেগে উঠবোই আবার ৷
হতাশাগুলো যতই ধর্ষন করুক না কেন আমাকে
স্বপ্নগুলো আমাকে আবারও বাঁচতে শিখিয়েছে
আর জীবন সে আমাকে বাস্তবতার সঙ্গা দিয়েছে
আমি স্বপ্ন-সন্ধানী কোন বাধাতে বাঁধবে আমাকে ?
সংবাদের পেছনের সংবাদ // কাজী জুবেরী মোস্তাক
তপ্ত রোদ গায়ে মেখে শুধু সংবাদের অন্বেষণ করছি
শহর থেকে শহর , গ্রাম থেকে গ্রাম শুধু ছুঁটে চলেছি
খবরের নেশায় বুদ হয়ে এদিক ওদিক আমি ছুঁটছি
ক্যামেরা আর কলম নিয়ে হাতে সংবাদটাই খুঁজেছি ৷
চোখের সামনে ধ্বংসযজ্ঞ দেখে শিউরে উঠেছি
দাঁড়িয়ে বাঁচার আর্তনাদ শুনে কানে আঙুল দিয়েছি
বিবেক আর মনুষত্বকেও পরাজিত হতে দেখেছি
তবুও সংবাদটা ঠিকই খুঁজে বাহির করে নিয়েছি ৷
অস্ত্রের মুখে দাঁড়িয়ে ওদের দাবি দাওয়া শুনেছি
শুনেছি ওদের পাওয়া না পাওয়ার করুন কাহিনী
কখনো ওরা শোষিত হয়েছে কখনো ওরা বিদ্রোহী
এতো কিছুর মাঝেও ঠিকই সংবাদ সংগ্রহ করেছি ৷
একটা খবরের আশায় গহীন অরন্যে ছুঁটে গিয়েছি
নিশ্চিত মৃত্যু জেনেও সে অরন্যেই ছুঁটে গিয়েছি
ভয়ংকর সে পেশায় বহু নির্যাতন আমরা সয়েছি
বুকে অস্ত্র তাক করা তবুও খবর ছিনিয়ে নিয়েছি ৷
সত্যের অন্বেষণে নির্ঘুম এ গোলিওগোলি ছুঁটেছি
কখনো বিভৎস মৃত্যকে খুব কাছ থেকে দেখেছি
নির্মমতা কাকে বলে নিজ হাতেই ছুঁয়ে দেখেছি
সব ভুলে তবুও আবার সংবাদটাই বেছে নিয়েছি ৷
সাংবাদিকতা করতে এসে ঘর সংসার সব ছেড়েছি
জীবনটাকে বাজি ধরে ঠিকই সংবাদ তুলে এনেছি
তবুও কিন্তু সংবাদের পেছনের সংবাদ কেউ পড়েনি ৷
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।