কবিতায় পদ্মা-যমুনা তে রবীন জাকারিয়া

অন্তিম পালা

প্রতিদিন পালাই শুধু পালানোচ্ছলে৷
বারংবার ফিরে আসি কী যাদু বলে!
প্রতিদিন ফিরে আসি ফিরবোই বলে৷
ফিরতে পারিনা শুধু পালাবার ছলে!

আসি-যাই করে করে কেটে গেল বেলা৷
কী করে যে শেষ হলো সবটুকু খেলা?
ফিরে আসবোই বলে পালালাম ফের৷
এটা যে অন্তিম পালা পাইনিতো টের!

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।