T3 || ১লা বৈশাখ || বিশেষ সংখ্যায় রবীন জাকারিয়া

শুদ্ধি চাই
কর আমাদের তুমি মু’মিন
যেন পূর্ণ করি তোমার দ্বীন
এ পার্থিব জীবন
ছেড়ে চলে যেতে হবে একদিন
ধ্রুবতম সত্যের সাথে কী লাভ করে লুকোচুরি
এতো আসবেই
প্রেমিকার অভিমান ভাঙ্গার মত
কিংবা ক্রুদ্ধ কোন অশ্বের খুড়ে চাপা পড়া বেদনাতুর,
আহতের মত হতে হবে মুখোমুখি
মৃত্যু!
তারপর সব শেষ!
উহু! জীবনের পরবর্তী অধ্যায়ের সূচনামাত্র
আমার জীবনে এ পর্যন্ত কী করলাম?
কী জবাব দিবো মুনকিম-নকীমকে?
জানি না!
আমি কিছুই জানি না
শুধু জানি
আমাকে বাঁচতে হবে অনেকদিন
অযুত-নিযুত বছর
যাযে প্রায়শ্চিত্য ও প্রার্থণা করতে পারি
নিজের শুদ্ধি আর মুক্তির জন্য
হে আল্লাহ্, হে উত্তম অভিভাবক
তুমি আমাদের কর পবিত্র
এবং দাও ইহপারলৌকিক মুক্তি
নয়তো ধ্বংস অনিবার্য
নেই কোন যুক্তি৷