কবিতায় পদ্মা-যমুনা তে রবীন জাকারিয়া

অকালপক্ক
আমি যে অকালপক্ক
সব-ই করছি প্রত্যক্ষ
যেখানে আইনের নামে প্রহসন
শাসনের নামে শোষণ
কৃতজ্ঞের চেয়ে বেশী অকৃতজ্ঞ
আমি যে অকালপক্ক
যেখানে শিক্ষাঙ্গণ
তৈরী হয়েছে রণাঙ্গণ
আরো ঝরবে যে কত রক্ত
আমি যে অকালপক্ক
যেখানে ৭১’র ঘাতকেরা
সংসদের সদস্য তারা
কেউ বা এখন মন্ত্রী
আমি অকালেই পেকে গেছি
যেখানে বিজ্ঞ রাজনীতিবিদ
গেয়ে চলে পুরোনো গীত
কে বড় নেতা তা নিয়ে চলে তর্ক
আমি আসলেই অকালপক্ক
যাঁরা করলো দেশ জয়
তাঁরাই আজ নিরুপায়
জীবন যুদ্ধে প্রতিনিয়ত দগ্ধ
আমি একটা অকালপক্ক
কত আশা নিয়ে করেছিল যুদ্ধ
অপরাধী হয়ে তাঁরাই কারারুদ্ধ
হৃদয় ওঁদের রিক্ত
চক্ষু অশ্রুশিক্ত
স্বীকৃতির চেয়ে দেই সাহায্যের অর্থ
আমি যে অকালপক্ক
মনে মনে সংকল্প করি
আরো একটি যুদ্ধ করি
যদি দিতে হয় দেবো আরো রক্ত
সবাই বলে “এটা একটা অকালপক্ক”