কবিতায় পদ্মা-যমুনা তে রবীন জাকারিয়া

লুটেরা হবো

আর কতটা কাপড় নামালে
উলঙ্গ বলে?
কতবার শরীর বেচে দিলে
পতিতা বলে?
কতদিন না খেয়ে থাকলে
অনাহারী বলে?
কতটা প্রতিবাদহীন থাকলে
দেশপ্রেমী বলে?
কতগুলো মিথ্যা বললে
রাজনীতিক হওয়া যায়?
কতটুকু চোখের জলে
ভাত পাওয়া যায়?
কীভাবে একটি কোটা নিয়ে
চাকরী পাওয়া যায়?
কোথায় আবেদন করলে
লেখক তকমা পায়?
আমি জানি না!
কিছুই জানি না!
এখন শুধু মরিয়া হয়ে উঠেছি
One man army হবো বলে৷
আমার স্ত্রীকে ‘বাসন্তি’ আর
সন্তানদের ‘আসমানী’ হতে দেবো না কখনো৷
আমি নুরুলদিন, সূর্যসেন, ভাসানী
নজরুল কিংবা বঙ্গবন্ধু হবো৷
হবো বিপ্লবী, যদি তোমরা লুটেরা বলো!
ক্ষতি কী?
আমার একটি জীবনের বিনিময়ে যদি
আরো কিছু জীবন বেঁচে যায়!
আমি তাই করবো৷
অসীম সাহসী বাঙালীরা চিরদিন
প্রতিবাদী ছিলো৷
আর আমিও তো একজন বাঙালীই৷

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।