কবিতায় পদ্মা-যমুনা তে রবীন জাকারিয়া (গুচ্ছ কবিতা)

বর্ষা
আকাশটা নয় ফর্সা
কালটা এখন বর্ষা
চারিদিকে জল
তোকেই ভেবে আপন
কাটলো জীবন যাপন
ভালবাসিস বল
শহীদ
দেখাবোই তোকে আমার ভালবাসার শক্ত ভীত
ফিলিস্তিনের যুদ্ধে যাব হবো গাজী কিংবা শহীদ
আনফ্রেন্ড
ভালবেসে একদিন তুই মালা পরিয়েছিলি গলায়
ফেসবুক থেকে আনফ্রেন্ড করলি সেই সত্যি বলায়৷
আজিবপুর
তুমি আসলে রংপুর আর আমি রাজিবপুর৷ দুনিয়াটা যেন একটা মস্ত আজিবপুর৷