কবিতায় পদ্মা-যমুনা তে রুকসানা হক

প্রত্ন ইতিহাস
আবিষ্কৃত হবার নেশায় প্রত্নতাত্ত্বিক ভেবে তোমার দ্বারস্থ হয়েছিলাম। ওখানে ঘোর নির্জনতা রোদের টুলে বসে ঝিমোচ্ছিল।
কোলাহলকে বৃত্ত বন্দী করে পাঠিয়ে দিলাম উদ্ভ্রান্ত নগরীতে,নির্জন হলাম ষোলআনা।
অথচ তুমি আমাকে খুঁড়তে চাইলে না, আমার ভেতরে গোপন ছিল প্রাগৈতিহাসিক উল্লম্ফন। ভীত সন্ত্রস্ত তুমি মূলবাসী আমার গতিশীল জীবনশৈলীর খণ্ড-বিখন্ড পোর্টেট ছুঁতে চাইলে না।
অনাবিষ্কৃত থেকে গেলো একটি হৃদয়ের প্রত্নইতিহাস।