গল্পবাজে ঋতব্রত গুহ (দ্বিতীয় পর্ব)

ট্রান্সফার

“ কি করব বুঝে উঠতে পারছি না মুকুলিকা । ছেলেটা আমার ওপর এত নির্ভরশীল হয়ে পড়েছে । আমাদের পাবলোর থেকেও ও বছর দুয়েকের ছোট । এই ছোট বয়সে ও কি নিজেকে সামলাতে পারবে ? মনে হয় না । ও যেখানে থাকে সেখানে পরিবেশ একদম ভালো নয় । নেশার হাতছানি রয়েছে । বদসঙ্গে জড়িয়ে পড়বার সমূহ সম্ভাবনা রয়েছে । ও কি এই বয়সে ভালো আর খারাপের পার্থক্য করতে পারবে ? “

কাল এখান থেকে চলে যাবে অয়ন । আজকে অফিসে অয়নের ফেয়ার ওয়েল ছিল । আর অয়ন এই অফিসে যাবে না । কাল একদম ভোরবেলা ট্রেন । প্যাকিং কমপ্লিট ।

“ কি আর করা যাবে অয়ন ! পাবলো বড় হচ্ছে । আমাদের ওকে আরও সময় দেওয়া দরকার । ও তো তোমাকে কাছেই পায় নি । জ্ঞান হওয়ার পর থেকেই দেখছে ওর বাপি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে । তাছাড়া মা বাবারও বয়স হয়েছে । তোমার শিলিগুড়ি ট্রান্সফার নেওয়া ছাড়া তো আর কোন উপায় নেই । ” মুকুলিকাও বিলাসকে খুব স্নেহ করে । ছুটিতে এখানে এলে পাবলো আর বিলাসকে একসাথে নিয়ে পড়াতে বসত মুকুলিকা ।

“ হ্যাঁ । কিন্তু একটা অপরাধ বোধ কাজ করছে । ওর বাবার মৃত্যুর পর তো আমি ওকে গাইড করেছি । টাকা পয়সা না হয় আগের মতই পাঠাব । কিন্তু টাকা পয়সা দিয়ে কি আর সবটা হয় ! “

অয়নের হাতে হাত রাখল মুকুলিকা ।

“ অত চিন্তা কোরো না । এতদিন বাদে ফিরছ শিলিগুড়িতে । এভাবে মন খারাপ কোরো না । এখন ঘুমোও । কাল সকালে ট্রেন । তুমি না হয় মাঝে মাঝে এসে বিলাসকে দেখে যেও । আর দেখবে কেউ না কেউ ঠিক ওর দায়িত্ব নিয়ে নেবে । “

চোখ বন্ধ করল অয়ন । বিলাসের মুখটা ভেসে উঠল।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।