আন্তর্জাতিক || পাক্ষিক পত্রপুট || এ রাজীব ঘাঁটী

অধিকার
আমি রক্ত দেখলেই লড়াই এর শ্লোগান শুনি
রক্ত বিপ্লবের অগ্নি সংযোগ করে শরীরজুড়ে
বাঙালির রক্ত বার বার জয় এনেছে বিশ্বে
ফিরে আসে এখনো একুশে ফেব্রুয়ারি।
ভাষার কথকতায় এগিয়ে চলি
প্রতিবন্ধকতার আগল ঠেলে, বজ্র হুঙ্কারে
সাবধান করি ভাষাশত্রুদের, প্রতিদিন লড়ছি
লড়তে হবে আজীবন মাতৃভাষার অধিকারে।
একদিন সব অধিকার বুঝে নেব আমার ভাষার
আসুক একুশে ফেব্রুয়ারি অথবা উনিশে মে।