আন্তর্জাতিক || পাক্ষিক পত্রপুট || এ সম্পাদকীয়

চারিদিকে এখন শুধুই রঙের বাহার। রঙের সাজে সেজেছে প্রকৃতি। আর প্রকৃতির রঙের মাতনের দোলা লেগেছে মানুষের মনে। রঙিন ফুলের নির্যাস দিয়ে তৈরী হচ্ছে নানারঙের আবীর। আর সেই আবীর খেলায় প্রতিটি বাঙালী হয়ে উঠবে মাতোয়ারা।

এই রঙের মাতনের প্রভাব পড়বে বাঙালীর কৃষ্টি, সংস্কৃতি, শিল্প ও সাহিত্যে। নাচে, গানে, কবিতা উচ্চারণে ও শব্দমালায় কবি, সাহিত্যিক, নৃত্যশিল্পী, আবৃত্তিকার সবাই তাদের শিল্পনৈপুণ্য প্রদর্শন করবেন বসন্ত ঋতুর আবির্ভাবে।
আন্তর্জাতিক পাক্ষিক পত্রপুটও স্বাভাবিকভাবেই পিছিয়ে থাকতে পারে না। মার্চ ও এপ্রিলের চারটা সংখ্যারই নিয়মিত বিভাগ প্রকাশ করবে আমাদের প্রিয় এই ঋতুরাজকে স্মরণ করে।
আসুন, আমাদের দ্বারে বসন্ত জাগ্রত হোক, আমাদের কুন্ঠিত চরণপাত যেন তার আগমনকে বিলম্বিত না করে।

সবাইকে বাসন্তিক শুভেচ্ছা জানাই
প্রদীপ গুপ্ত
সাধারণ সম্পাদক

Spread the love

You may also like...

error: Content is protected !!