যদি এই খসরা থেকে সাম্প্রতিকের উপরিপৃষ্ঠে ভেসে ওঠে অতীতচারণ…
শব্দ গবাধিরা প্রান্তর পেরিয়ে চলে যায় দিগন্তের দিকে উদ্দেশ্যবিহীন
বিচ্ছেদের বিমূর্তে ক্যালেন্ডারের শেষ পাতায় জেগে ওঠে ঋতুর বিষাদ…
আঁটোসাঁটো সন্নাটার নিবিড় সনেটে আলগোছে রাখা হয় এক ফোঁটা শূন্যতা স্ফটিক!