কবিতায় রাজু দাস

সময়টা ছিল

সময়টা ছিল কেবল জিজ্ঞাসা
বাঁচার তাগিদে উপসনা মাত্র,
ক্লান্ত পথিক ও ছায়া খোঁজে
ঠাঁই পায় যদি বটবৃক্ষের তলে,
প্রশ্ন হাজার ছিল মস্তিষ্কে
উত্তরের সন্ধানে নির্বোধ,
উল্লাস ও ভালোবাসা —
উষ্ণতার বালি মরুতে
তৃষ্ণা মোর রুক্ষ কণ্ঠে,
আশা আছে অশ্রু ভরা নয়নে
মনকে করি বলবান।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।