কবিতায় ঋতুপর্ণা ধর

জীবন ও অঙ্ক
জীবনকে দেখি বোধের সীমানার পার হতে,
ত্রস্ত জীবনের বাঁকে, অবক্ষয় আসে খেতে।
লুডোর ছক্কার মত পুটের ওপারের বিস্ময়—
অনিশ্চয়তার কাছে জমা রাখি বিষয়-আশয়।
জীবনের ধারাপাতে যোগ, বিয়োগ, গুণ, ভাগ।
নির্ভুল অঙ্ক কষে মুছে দিয়ে জন্মদাগ।
এক জীবন হিসেব-নিকেশে অর্থ খোঁজে—
যা কিছু জটিল, পরিত্রাণ পায় ভাবনার ভাঁজে।
মন চায় প্রশ্ন ছুঁড়ে দিতে অচেনা আকাশে,
নিরুত্তর তারা ফোটে নীরবতার প্রকাশে।
শুধু এক চাহনি হয়তো খুঁজে ফেরে মানে—
উত্তর নেই, তবুও বাঁচা চলে প্রশ্ন ছাঁকায় টানে।
স্বপ্নও আজ পায় সংজ্ঞা—ঘুমের ফর্মুলায়,
ঘামের গণিতে বাঁধা সে কল্পনার আয়।
তবু কোথাও বেঁচে থাকে ছেলেমানুষী ভুল,
যেখানে ‘অঙ্ক’ নয়, কেবল হৃদয়ই মূল।