জেদ-ই শ্রেষ্ঠ, অন্যায়ের নামান্তর তবু
বন্ধুত্ব, না না তা মৃত্যুরূপ ধরে যেন
ঋণাত্মক হয়ে যায় মানুষের স্বাভাবিক মান
বিপরীতে এক দল, দরজায় তবু দন্ডায়মান
দৌবারিক। সময়ের পাখি উড়ে গেলে পর
ফল পাবে, আজ নয় ঢের দূর অন্তিম প্রভাতে।
বিন্দু বিন্দু হয়ে ঝরে পড়ে অহংকার জল
তিতকুটে জল টুপটাপ। দোমড়ানো ও বাঁকাচোরা
কয়েকটা অক্ষর কাছে লাজ পায় আর
দিন জাগে রাধাচূড়া। রূপ নিয়ে মিথ্যে করে দেয়
আমার বর্ণ এলাকা। কত কথা বলি
অঙ্গার ঘ্রাণ নিই, পুড়ে যায় হৃৎপিন্ড দেশ।