অণুগল্পে রমেশ দে

স্বাধীনতা
রামপ্রসাদ বাবু তার ছাত্রদের স্বাধীনতার গল্প শোনাচ্ছেন। সেই স্বাধীনতার গল্প যেখানে বীরেরা শহীদ হয়েছিল। এদের গল্পে আগামী প্রজন্মের ভবিষ্যত সুন্দর হবে। সুন্দর হবে, আমাদের সমাজ, সভ্যতা। গড়ে উঠবে এক নতুন ভারত। যেখানে স্বাধীনতা পাবে মেয়েরা। মেয়েরাও হয়ে উঠবে ঝাঁসীর রাণী। স্কুলে, পাড়ায়, কাজের জায়গায়, শ্বশুরবাড়িতে তাদের আর অবহেলিত হতে হবে না। মাথা উঁচু করে তাঁরা গাইতে পারবে স্বাধীনতার গান। বীরাঙ্গনা, প্রীতিলতা এদের মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে, আজকের নারী নিজের অধিকার আদায় করে নিতে পারবে। যে বাড়িতে ছেলে, মেয়েকে আলাদা চোখে দেখা হয়। তাদের মানসিকতার পরিবর্তন নিয়ে আসতে পারবে। সেই দিন শুধু স্কুল, কলেজ, অফিসে নয়। স্বাধীনতা পালন হবে ঘরে ঘরে। এ স্বাধীনতা আন্দোলনে যোগ দিতে হবে নারী, পুরুষ নির্বিশেষে সকলকে। তখন জগত আর জীবনের মাঝে নতুন স্বাধীনতার গন্ধ পাবে আমাদের নারী সমাজ। তবেই সার্থক হবে আমাদের জীবন। ধন্য হবে আমাদের দেশ। ধনধান্য, পুষ্পে ভরে উঠবে সমাজ আর সভ্যতা। দিনের শেষে আর চিন্তায় থাকতে হবে না বাড়িতে না ফেরা কোনো মেয়ের মা, বাবাকে। স্বনির্ভর হতে পারবে প্রতিটি নারী। ভয়কে দূর করে সাহস নিয়ে এগিয়ে চলতে পারবে তাঁরা। আর তখন স্বাধীনতা পাবে এক নতুন অধ্যায়।