গল্পে রমেশ দে

ইতিহাস
ছোটোবেলার সেই স্কুলের মাস্টারমশাই এর পড়ানো ইতিহাসের বাবর, আকবরের গল্প। সেই তো ছিল প্রথম ইতিহাস। তারপর বয়স বাড়ার সাথে সাথে ইতিহাসের গল্প গুলো যেন বদল হতে শুরু করে। স্কুলের সেই বাবর, আকবরের ইতিহাস আর স্কুলের গন্ডি পেরিয়ে কলেজের ইতিহাস।আর কলেজ শেষ করে সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে বৃদ্ধ পিতামাতার পাশে লাঠি হয়ে দাঁড়ানোর ইতিহাস। কাজের জগতে এসে সহকর্মীদের সাথে কত না মজা।কারো সাথে বা মতের মিল আর করো সাথে বা অমিল।এই সবের মাঝে যেন দাঁড়িয়ে থাকে সুন্দর একটা ইতিহাস।তার তারপর বিবাহ বন্ধনে আবদ্ধ হবার ইতিহাস। কিছুদিন পর সন্তান আসার ইতিহাস। সন্তানকে লালন পালন করে মানুষ করে তোলার আর এক ইতিহাস।এ যেন ইতিহাসের পুনরাবৃত্তি। তারপর জীবনের শেষ মুহূর্তে এসে বিদায় নেবার ইতিহাস।এই সারাজীবনের ইতিহাস যেন কারো কাছে কঠিন, কারো কাছে কঠিনতম। আবার কারো বা সহজ। কিন্তু এই “ইতিহাস তো কোনো ভুল করেনি, সে তো গনিতে নিপুণ। ভুল তো আমরাই করে থাকি ইতিহাস কেবল আমাদের শিক্ষা দিয়ে যায়।”