T3 || দোল পূর্ণিমা || সংখ্যায় লিখেছেন রীতা চক্রবর্তী

হোলিখেলা
ফাল্গুনী বনানীর রক্তিম পরশে,
রঙিন মনের কথা ফুটে ওঠে পলাশে।
অশোকের রংলিপি আঁকে কত আল্পনা।
মন্দার শিমুলের হয়েছিল জানাশোনা।
আকাশের ওই পাড়ে রাঙা মন জেগেছে।
ভোরের আলোর সাথে বলাকারা সেজেছে।
বসন্ত উৎসবে বনভূমি মেতে ওঠে।
নবকিশলয়ে আজ আলোলিকা নেচে ওঠে।
দোদুল দোলায় দোলে গোপসখি বালিকা।
গোঠের গোপাল আসে গলে তার মালিকা।
কানুর পিরিতি মালা কামরাঙা কামনায়।
চখাচখি সখাসখি দোলে ফুল দোলনায়।
অধরে কাঁপুনি লাগে চোখে আঁকা ফুলশর।
গুলাল গুলাবি গাল বুকে জাগে হা-হাপর।
এসো প্রিয় এসো আজ হৃদয়ের উপবনে।
রংয়ে রংয়ে হোলিখেলা প্রেমের পরম ক্ষণে।