ক্যাফে কাব্যে রূপক চট্টোপাধ্যায়

তিন খন্ড কবিতা
জীবনের প্রস্থচ্ছেদ করলে,
ইতিহাসের দিদিমণির খয়েরী রঙ মুখ ভেসে ওঠে!
চারকোলে লেখা অচেনা গুহার দেওয়ালে
হায়ারোগ্লিফিক্সে চমকে ওঠে মৌনতায়!
দ্রবীভূত হয় মালবার উপকূলে
স্মৃতি ঘনিষ্ঠ মেঘ। ইচ্ছেরা আঙুল তুলে তর্ক করে
তরল মাতলামি থেকে তীব্র খিস্তি ওড়ায়,
ক্লান্ত হয়। অন্ধকারে নিঝুম ডানা গুটিয়ে
গ্লাস ভেঙে চলে যায় যে যার পাললিক আশ্রয়ে!
আমি চুপ করে বসে থাকি সাঁচি স্তূপ।
দেখি শরীর জুড়ে বেজে ওঠে বৌদ্ধ সঙ্গীত!