।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় ঋজুরেখ চক্রবর্তী

আপাতত

যা পেয়েছি ফিরিয়ে দিয়ে যাব।
অধিকারবোধ দশ-মাথা বীর রাবণ,
জিগীষা যাকে বিপন্নতায় বাজি
রাখতে শেখায়। একশো ফুলের সাজি
ভরভরন্ত উপচে পড়ে মায়া।
আলোর চোখে ত্রাসের আবছায়া
অকম্পিত হাতের অক্ষরে
লিখিয়ে নেয় সব-পেয়েছির ভোরে
রাত মানে বাদ-বিসম্বাদের ছলে
আঁকড়ে ধরাই অনঙ্গ অর্গলে।
যা পেয়েছি ফিরিয়ে দিয়ে যাব—
এখন নাহয় উদ্দাম হোক প্লাবন!
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।