T3 || ১লা বৈশাখ || বিশেষ সংখ্যায় রত্নদীপ চক্রবর্ত্তী

তিস্তা

তিস্তাকে সে-বার দেখেছিলাম ছোটবেলায়
ব্যারেজে উঠে বাবা-মায়ের সাথে ফটো তোলা সে-বারই
তারপর তিস্তা স্মৃতি থেকে অনেকটা ফিকে হয়..
কত জল বন্টন হয়েছে এমনকি জল চুক্তিও।

সেদিন হলদিবাড়ি গিয়ে তিস্তাকে ফের পেলাম
স্বমহিমায় ; তবে পুরোনো সে আর নেই..।

জয়ী সেতুর তলা দিয়ে সুদূর জলপাইগুড়ি হতে
বয়ে আসছে নিজের অলস গতি নিয়ে !

মনে মনে তিস্তাকে প্রশ্ন করেছি : তোমার বুকে এতো চর কেন..??
তিস্তা তেমন ব্যস্ত হয়ে উত্তর দেয় : ‘ বুড়িয়ে যাচ্ছি যে..!’

ভালো করে তাকাই নদীর ভেতরটায় স্বচ্ছ সরল জল —
তিস্তার একটা বহুকথিত দীর্ঘশ্বাস হঠাৎ পাই
তিস্তা চর বেধেছে একদিকে আর
বিপরীতে নুড়ি-কাঁকড় দিয়ে পাড় বেধেছে।

তাঁর বাধা-বাধির খেলা একদেখায় কি আর বুঝলুম
হলদিবাড়ি – মেখলিগঞ্জ দুই ছোট্ট জনপদ
জয়ী তিস্তার বোঝাপড়ায় ভেসে থাকে আজকাল…।।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।