|| অণুগল্প ১-বৈশাখে || বিশেষ সংখ্যায় ঋভু চট্টোপাধ্যায়
by
·
Published
· Updated
আবার অন্ধকার
অন্ধকার রেল স্টেশনের এক প্ল্যাটফর্মে ছেঁড়া ফ্রক পরে চুপ করে বসে আছে কিশোরী মেয়েটি। মেয়েটির কোলে একটি বাচ্চা আছে, বয়স এক থেকে দেড় বছর।মেয়েটি ভোলানোর চেষ্টা করলেও বাচ্চাটি কেঁদেই যাচ্ছে।পাশের এক বুড়ি বলে ওঠে, ‘ওকে খেতি দে।’
‘খেতে!’ কিভাবে দেবে? মা অনেকক্ষণ আগে বেরিয়েছে।কিশোরীর চোখেও জল আসে। বাচ্চাটিকে পাশের বুড়ির কাছে রেখে বলে, ‘একটু ধরবে, আমি আসছি।’ মিনিট পনেরো পরে হাতে খাবারের প্যাকেট নিয়ে মেয়েটি আসে। বুড়ির চোখদুটো খাবারের প্যাকেটের আগে মেয়েটির ছেঁড়া ফ্রকের বোতামে আটকে যায়,তখনো ভালো করে লাগানো হয় নি।