কবিতায় রুমা চ্যাটার্জী

মানভঞ্জন
সন্ধ্যা হল, ধীরে ধীরে গহীন অন্ধকারে ঢাকল উন্মুক্ত প্রকৃতির লাজ, রূপ, সৌন্দর্য্য।
আমি অবাক চোখে দেখলাম-
বিচ্ছিন্ন নারীর অপরূপ লাবণ্যের
উজ্জ্বলতার ঘেরা টোপ থেকে কেমন করে
স্নিগ্ধতার আলো ছড়িয়ে তোমাকে বিবশ করল ধীরে ধীরে শীতলের মাদকতায়।
রাতের আকাশে তখনও তারারা মিটিমিটি হাসছে।
লাস্যময়ীর মানভঞ্জন তখনও হয় নি বোধ হয়।
সাদা মেঘের আচঁলে তখনও চলছে লুকোচরি , স্বপ্নের মায়াজ্বালে সদ্যস্নাত পৃথিবীর স্বপ্নের
জোছনায় তোমাকে করেছে আরো মায়াময়।
দুরুদুরু অভিমানে তুমি ডুবছো ক্ষয়িত নেশায়….
নামছো…..
নামছো…..
নামছো…..!