মার্গে অনন্য সম্মান রীতা চক্রবর্তী (সেরার সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ১৩৭
বিষয় – প্রতিশ্রুতি ভঙ্গ

মুক্তি দিলাম

বলেছিলি তুই আসবি ফিরে, আমি যেন তোর জন্য অপেক্ষা করি!তখনই তোর কথার উত্তর দিতে পারিনি। তোর সাথে আমার আর রোজ সকালে দেখা হবে না এটা ভেবেই মনটা খুব খারাপ ছিল। তাই তোর কথাটা শুনে কান্নাটা গলার কাছে আটকে গেল। উত্তর দেবার মতো একটুও আওয়াজ বের হলনা। তুই ভাবলি আমি রাগ করেছি তোর সিদ্ধান্তে। হবে হয়তো । তবে সেটা ঠিক রাগ না অভিমান, জানিনা। সেই কোন অবুঝ বয়স থেকে আমরা একসাথে বড় হয়েছি। নিজেদের অজান্তেই একে অপরের ওপর ভরসা করেছি। খানিকটা নির্ভরশীলতা কি জন্মেছিল আমাদের সম্পর্কে? না হলে তুই সব কাজে আমায় অর্ডার করে নিশ্চিন্তে থাকতে পারতিস না, তাইনা! তাই তোর পাঁচ বছরের জন্য বন্ড দিয়ে চাকরি জয়েন করার সিদ্ধান্ত মেনে নিতে আমার খুব কষ্ট হয়েছে। তবুও মেনে নিয়েছি আমাদের ভবিষ্যতের কথা ভেবে।
প্রথম প্রথম হয়তো আমার জন্য তোর কষ্ট হতো, তাই যখন তখন ফোন করতি। ধীরে ধীরে তোর ফোন কমে গেল। তারপর একদিন বললি তুই সার্ভিস এক্সটেনশন করছিস। আমি যেন তোর জন্য অপেক্ষা না করি। আরও বললি যে, ছোটবেলার পছন্দগুলো বড় হলে তো বদলে যায়! সময় সব কিছু বদলে দেয়। তাই কারো নাম করে নিজের জীবনটা নষ্ট করার কোন মানে হয় না। আমি যেন আমার পথ দেখে নিই। বুঝলাম তোর আর আমার জন্য কোনো অনুভূতি অবশিষ্ট নেই। হয়তো তোর পছন্দ বদলে গেছে! হয়তো নতুন জীবনে নতুন পছন্দরা জায়গা করে নিয়েছে!
তাই সেদিন থেকে তোর নম্বরটা ব্লক করে দিলাম। জানিস তো আমি না প্রতিদিন সকালে উঠেই ফোন নিয়ে তোর নম্বরটার দিকে তাকিয়ে থাকতাম। মনে মনে বলতাম, “তোর যখন ইচ্ছে হবে বলবি অপেক্ষা করিস, যখন ইচ্ছে হবে বলবি, অপেক্ষা করার দরকার নেই, আমি যেন নিজের রাস্তা দেখে নিই। আমি কি তোর হাতের পুতুল নাকি যে তোর ইচ্ছে মতো মাথা নাড়িয়ে যাব? থাক তুই তোর মতো, আমি তোকে ছাড়া যখন এতদিন বেঁচেছি তখন বাকি দিনগুলো কাটিয়ে দিতে পারব। আমার কথা তোকে ভাবতে হবে না। তুই নিজের কথা ভাব। আর কোনোদিন আমায় ফোন করবি না। এমনকি মাকে ফোন করে আমার খোঁজ নেবার চেষ্টা করবিনা। তোকে আমি মুক্তি দিলাম। ”
হ্যাঁ, জানি, কিছুদিন আমি মানসিক ভাবে অসুস্থ হয়ে পরেছিলাম। তবে এখন আর কোনো অস্থিরতা নেই। তাইতো যেদিন আমার অফিসে তুই দেখা করতে এলি সেদিন উইন্ডস্ক্রিনে তোকে দেখেই আমি এতো ব্যস্ত হয়ে পরেছিলাম যে রাত পর্যন্ত বসে থেকেও তুই আমার সাথে দেখা করতে পারিসনি। আর কোনোদিন পারবিও না।
আসলে আমি তোকে ছাড়াই
একলা বাঁচতে শিখে গেছি। যে মানুষ কথা দিয়ে কথা রাখতে পারেনা তার কোনো গুরুত্বই নেই আমার কাছে। আমি আমার মতো নিজেকে গুছিয়ে নিয়েছি। আর কেউ আমাকে দূর্বল করতে পারবেনা। আমার মনের সেই পবিত্র ভালোবাসাই আমাকে পথ দেখাবে। তুই নতুনদের নিয়ে ভাল থাকিস।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।