আজকের লেখায় রতন বসাক

আত্ম সমালোচনার চেয়ে অন্যের নামে দোষ দেওয়া খুবই সহজ

আমি যখন একটা কোন কাজ করি তখন সেই কাজটার জন্য যদি আমি সার্থক হই ও বাহবা পাই তবে ভীষণ খুশি হয়ে যাই । আবার সেই কাজটার জন্য যদি অসফলতা লাভ করি, তখন বদনাম করতে শুরু করে দিই অন্যের ।
ভারতের যখন ক্রিকেট ম্যাচ হয় যখন ভারত সহজেই জিতে যায় তখন আমরা বাহবা দি বাহ বাহ বলে । আবার এই ভারতীয় টিমটাই যখন হেরে যায় অন্য কোন দলের বিরুদ্ধে খেলে, তখন সেই টিমটাকেই বদনাম করতে কিন্তু আমরা ছাড়ি না ।
আসলে কোন কিছুই যদি আমার ফেবারে না যায়, তখন মনে একটা সন্দেহ জাগে । আর মনে হয় যে এর মধ্যে নিশ্চয়ই কোন কিছু একটা গড়বড়ি আছে । যার জন্য আমার ফেবারে আসেনি ফলাফল । আমরা কোন সময়ই নিজের আত্ম সমালোচনা করি না যে, কেন হারলাম আর কেনইবা আমার ফেবারে আসেনি ফল ?
আমরা নিজের দোষটা না দেখে কিংবা না দিয়ে অন্যের উপর দোষটা চাপিয়ে দিতে ভালোবাসি । এতে খুব সহজ ভাবেই নিজের অজ্ঞতার পরিচয়টা ঢাকা যায় । তাছাড়া অন্যকে দোষ দেওয়া যতটা সহজ হয়, নিজের আত্ম সমালোচনা করা ততটা সহজ নয় কিন্তু ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।