গুচ্ছকবিতায় রতন বসাক

হতাশ হয়ো না
থাকবে কি আর এমন সময়
আসবে ফিরে সবই,
রাত ফুরোলে যেমন করে
আবার আসে রবি ।
ভালো মন্দ নিয়েই জীবন
এটা রেখো জেনে,
মনের জোরে চলতে থাকো
নিয়ম নীতি মেনে ।
চেষ্টা করলে পেতেই পারো
অনেক কিছু আগে,
অসৎ ছেড়ে সঠিক ভাবে
কাজটা করা লাগে ।
দুখটা আছে বলেই সুখটা
লাগে বেশি ভালো,
আলোর কদর সবাই করে
দেখে বলে কালো ।
ভয় পেও না আগের থেকে
ভেবে নিয়েই হেরে,
সত্যিকারের চেষ্টা করলে
ভাগ্য ঠিকই ফেরে
সুযোগ দাও
নারী পুরুষ নিয়েই সমাজ
গঠন করা হয়,
তবে কেনো নারীরা আজ
অবহেলা সয় ?
সুযোগ দিলে ওদের হাতে
করতে পারে কাজ,
দুর্বল ভেবে আজও দেখি
পুরুষ চালায় রাজ ।
চাপের কারণ বাধ্য হয়েই
বদ্ধ থাকে ঘর,
নারী বলেই চাপটা দেবে
কিছু মন্দ নর ।
সহজ থেকে কঠিন কোনো
কর্ম করতে চায়,
সঠিক ভাবেই করতে পারে
যদি সুযোগ পায় ।
শ্রমিক থেকে দেশ চালানো
করতে পারে সব,
নারীকে দাও সমান সুযোগ
চলো উঠাই রব ।
কন্যা বোঝা নয়
কন্যা হলেই বোঝা কেনো
ভাবতে থাকো সবে ?
পুত্রের মতোই সন্তান ওরা
তোমার পাশে রবে ।
লেখাপড়া শেখাও ওদের
আদর যত্ন করে,
কোনো সময় বিপদ হলে
যাবে নাতো সরে ।
প্রাপ্ত বয়স হবার আগেই
বিয়ে দিলে তাকে,
বিয়ের পরে সন্তান এলে
ভুগতে হবে মাকে ।
অল্প বয়স হওয়ার কারণ
বিচার বুদ্ধি কাঁচা,
সংসার সামলে সুস্থ ভাবে
মুশকিল হবে বাঁচা ।
ভালোবাসো মনটা দিয়ে
কন্যা এলে ঘরে,
সুন্দর করে মানুষ গড়ো
বিয়ে দেবে পরে ।
খেয়ে পড়ে মজা
এসেই গেল বছর ঘুরে
পারি নাতো রইতে দূরে
মধুমাসের বেলা,
গাছের ডালে রইবে ঝুলে
হাওয়া লেগে উঠবে দুলে
হবে ফলের মেলা ।
আমের গন্ধে ভরে যাবে
কতো মানুষ কিনে খাবে
কেউবা পেড়ে নেবে,
জামটা খেলে মুখে কালো
কাঁঠাল খেতে লাগে ভালো
বেশি ফললে দেবে ।
লিচু কলা তালশাস খেয়ে
মনের সুখেই উঠবে গেয়ে
দারুণ স্বাদে ভরা,
এতো রকম ফলের বাহার
ভালো লাগে এমন আহার
ধন্য আমার ধরা ।
গরম কালে ফলের মেলা
যাবে নাতো কিছুই ফেলা
বীজেই চারা হবে,
খেয়ে পড়ে অারাম করে
থাকি আমরা সবাই ঘরে
মজা অনেক ভবে ।