T3 || সৌভিক স্মরণে || সংখ্যায় রঞ্জনা বসু

কবির মৃত্যু নেই
অভিমান কিছু জমা রেখে বুকে
আড়াল খুঁজেছো তুমি
কবি, তোমার আয়ুর ঘরে
বিবেচনাহীন সময় রেখেছে অসংগতি।
সেখানে অসহায় যত আকুতি
সবই তোমার উচ্চারণে রাখে
শোকের প্রদীপখানি
তোমার কলম, কালির অক্ষরে অক্ষরে।
তরুণ প্রজন্মের কাছে
আধুনিক মননের মননশীল কাজে
সৃষ্টির রূপে রসে চেতনা আকাশে
তোমারই কথা সব ফুল হয়ে ফোটে
আগামী দিন যেন তুমি হয়ে ওঠে।