হৈচৈ কবিতায় রতন বসাক

মনে পড়ে
স্কুলে থেকে ফেরার পথে
দেখে গাছে ফল,
সবাই মিলেই বলল তখন
পাড়ি গিয়ে চল।
যেমন বলা তেমন কাজে
দৌড়ে গেল সব,
চুপ করে থাক মুখে কেহ
করিস নাতো রব।
একটা ছেলে কোলে উঠে
লাঠি হাতে নেয়,
পাকা ফলটা পাড়ার জন্য
ঠেলা তারে দেয়।
টুপুস করে পড়লে নিচে
সেটা নিতে যায়,
একটু পরে হাঁটতে-হাঁটতে
মজা করে খায়।
মনে পড়ছে ছেলেবেলার
সেসব কথা আজ,
ভাবনা বিহীন ছাত্র জীবন
ছিল কতো রাজ।
মনের ভিতর ছিল নাতো
কোনো রকম ভয়,
জীবন থেকে ওসব সময়
হয়ে গেছে ক্ষয়!