জন্মের প্রথম শুভক্ষন – এ ঋষি ভট্টাচার্য

ছুটছে
ছুটছে … শুধুই ছুটছে,
আজকাল সবাই কেমন পাগলের মত ছুটছে।
স্কুল ব্যাগ কাঁধে শিশুরা ছুটছে,
ব্রীফকেস হাতে অফিসার বাবুরা ছুটছে।
বাটি হাতে ভিখারি,
মাল মাথায় কুলি,
সবাই কেবল ছুটছে আর ছুটছে।
ভালবাসায় ভরা এই পৃথিবীটাকে
একেবারে দুমড়ে মুচড়ে একটা রেসের মাঠে পরিণত করে দিয়েছে এই ছুট।
এই ছুট আর হয়ত কোনদিন থামবে না –
থামতে পারলে, হয়ত সমাজটা বদলে যেতো!