সম্পাদিকা উবাচ

অস্তিত্বের মগ্নতা থেকে উঠে আসা সম্পর্কে ধুনোর গন্ধ থাকে,
তোমার অপরাজিত কবিতারা দরজার খিল ভেঙে দিয়েছে,
দমকা হাওয়ায় বসতবাটী থেকে ভুবনডাঙার মাঠ মিলে মিশে একাকার,
জড়ত্বের আয়ু ভেঙে এক জ্যোতির্ময় পথ ধরে মায়াজাল ছড়িয়েছ,
আগুনের পরিখা থেকে উঠে আসা বসন্ত বিলাপে কখনও পলাশের আতিশয্য,
কখনও বা বৈভবহীন ত্রিতালের ঠাঁটে উড়িয়েছ রক্ত ক্ষরণের ভাষানদী৷

বেলোয়ারী মুহূর্তের গাঁটছড়া বেঁধে অপাপবিদ্ধ সারসের মত-
আকাশের আনাচে কানাচে বৃথাই খুঁজেছি তোমায়,
বুকের ভেতরে সর্ষের দানার মত মনটা নড়ে উঠেছে ঘনঘন,
নিঃশ্বাসের ওঠা নামায়, খোলা টেরেসের ধারে, স্নাঘরের অন্ধকারে, রেস্তরাঁয়, শোবারঘরে
কোথায় নেই তুমি?
কখনও আরব্যরজনীর মত জড়িয়ে ধরেছ অবিন্যস্ত জীবন যাপনের কর্কশ অস্থিরতা,
কখনও বা যুদ্ধবিমানের মত প্রতিবাদী হয়ে উঠে আভূমি বিস্তৃত এক যজ্ঞানলের মত ছড়িয়ে পড়েছ৷

মাতৃ রূপেন সংস্থিতা, কন্যা রূপেন সংস্থিতা, ভূমি রূপেন সংস্থিতা, বায়ু রূপেন সংস্থিতা, অগ্নি রূপেন সংস্থিতা, বারি রূপেন সংস্থিতা

আমি জন্মান্তর মানি, বিশ্বব্রহ্মাণ্ডের জরায়ু পথে তোমার প্রত্যাবর্তনের অপেক্ষায়
আজন্ম কাল এইভাবেই নতজানু থেকে যাব তোমার কবিতাদের প্রগলভ সম্মোহনে৷

রাজশ্রী বন্দ্যোপাধ্যায়

Spread the love

You may also like...

error: Content is protected !!