ক্যাফে কাব্যে রিপুঞ্জয় বসু

আলোকবর্ষা
সে রাত এসেছিল শকুনের ডানায়,
সে রাত ছিল ভয়ঙ্কর নৈ:শ্বব্দে স্তব্ধ,
সে রাত তারাহীন চাঁদহীন আকাশ,
সে রাত চাবুক হাতে শাসন করছিল,
আর একটি রাত দেখেছি মাঠে-ঘাটে।
সে রাত নীল প্রেত জমায়েত করছিল,
সে রাত তাদের নাচ কম্পমান গ্রাম-শহর,
সে রাত হাসছিল তৈমুরের আতঙ্ক-হাসি,
সে রাত শয়তান হাত ধরে লক্ষ পিশাচ ছিল,
আর একটি রাত দেখেছি ঘুমহীন আতঙ্ক।
সে রাত দিচ্ছিল ভিক্ষা মানবের পঁচা মাংস
সে রাত স্তব্ধতা ভেঙে সভ্যতা ভাঙছিল,
সে রাত কিশোরী-যুবতীর পোষাক খুলে,
সে রাত উন্মত্ত যৌন তান্ডবে মেতে উঠেছিল,
আর একটি রাত দেখেছি কপালে টিপের মত।
সে রাত একটা ক্ষুদ্র এক টুকরো আমার দেহে,
সে রাত স্নান করাতে শরীরে ঝরে পরছিল দেহে,
সে রাত গোপনে দিয়ে ছিলো অসহায়ের চোখ,
সে রাত অসংখ্য আলোক-বর্শা দিয়ে ছিল হাতে।