।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় রতন বসাক

শরৎ এলো

একটু করে কমছে গরম
বর্ষার প্রভাব শেষ,
বর্ষণ বুঝি বিদায় নিচ্ছে
শরৎ আসছে বেশ ।
নীল গগনে মেঘের ভেলা
উড়ে যাচ্ছে ওই,
পুজোর কথা ভেবে সবাই
খুশিতে খুব রই ।
বৃক্ষ থেকে সাদা লালের
শিউলি পড়ে রয়,
সন্ধ্যা হতে সকাল অব্ধি
ফুলের গন্ধ বয় ।
নদী নালা পুকুর ডোবায়
ভরা আছে জল,
মন ভরেছে খেয়ে এবার
গ্রীষ্মকালীন ফল ।
জমির ধারে কাশের ফুলে
সুন্দর লাগে বেশ,
সকালবেলা ঘাসের উপর
শিশির ভরা রেশ ।
একটু ঠান্ডা একটু গরম
আরাম লাগে তাই,
দূর্গা মা আসছে ভেবে
খুশির সীমা নাই ।

যদি ফিরে আসে

হঠাৎ করে ছাড়লে তুমি হয়ে গেলাম একা
এখন থেকে কেমন ভাবে পাবো তোমার দেখা ?
ভাবিনি কভু কখনো তুমি আমায় যাবে ছেড়ে
জীবন পথে চলতে গিয়ে গেলাম আমি হেরে ।
কত আশায় বেঁধে ছিলাম তোমার সাথে ঘর
স্বপ্নগুলো ভাঙার পরে এখন হলে পর ।
আমার মনে ইচ্ছেগুলো রয়েই গেল বাকি
চোখের জলে ভাসছি আমি কেমন করে থাকি ?
বললে নাতো যাবার আগে যাচ্ছো কেনো ফেলে
কোন আশাতে কিসের তরে আমায় ছেড়ে গেলে ?
বলতে যদি মনের কথা মেনে নিতাম আমি
বুঝলে কোথা আমার কাছে ছিলে ভীষণ দামী !
মনটা দিয়ে ভালোবেসেই করেছি আমি ভুল
তাইতো তুমি খুব সহজে দিলে এমন শূল ।
যতো কষ্ট দাও না কেনো আশায় রবো তবু
আগের মতো মানিয়ে নেবো ফিরে আসলে কভু ।
জীবন পথে হতেই পারে কারোর ভুল ভাই
নিজেই যদি ভুলটা বোঝে মেনে নেওয়া চাই ।
সেই কারণে আসবে ফিরে ভরসা আছে মোর
প্রিয়ার সাথে ঘর করতে খুলে রাখবো দোর ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।