কবিতায় বলরুমে রিয়া ভট্টাচার্য
by
·
Published
· Updated
বেহায়া কলম
অপেক্ষার হাওয়া বড় বিষাক্ত…
অমলিন নিটোল কংক্রিটের দেওয়ালের মতো, ভেঙে পড়েনা শত আঘাতেও।
স্বার্থান্ধ সমাজের ব্যতিরেকে গড়ে তোলা কুম্ভীপাক,
সর্বদা যেথা আমন্ত্রণহীন স্বীয় নিমজ্জন…
ভাঙতে ভাঙতে ওপারে গড়ে ওঠা আবাদী জমির খতিয়ান’
ছলছল চোখে আরো একটু ভালো থাকা চেয়ে নেওয়া অন্ধ বিধাতার দরবারে।
বুকের দাবানল সর্বদা সর্বগ্রাসী…
হু হু করে পুড়িয়ে দেয় স্বপ্নবর্ণআশার পৃথিবী, চোখের পাতায় বুলিয়ে দেয় নিবিড় ভষ্মকাজল।
তবুও থামা যায় না, ফিরে আসা যায় না অপেক্ষার পরপারে ;
কঠিন হয়ে হিসেব চাওয়া যায় না কর্তব্য কণিকার।
ফিরে আসতে আসতে, ধুঁকতে থাকা জীবনযন্ত্রণা বয়েও আমরা ভুলিনা ;
ভালোবাসায় কখনো হিসেব করতে নেই।।