সম্পাদিকা উবাচ

উত্তর সম্পাদকীয়

অসহিষ্ণুতা এক বড় অসুখ৷ ধীরে ধীরে গ্রাস করে চেতনার অলিগলি ৷ বিচার বুদ্ধির গায়ে যেন ধুলোর পলেস্তারা জমে যায়৷ মানুষ যত আক্রান্ত হয় তত গাঢ় কুয়াশা অস্পষ্ট করে দেয় সমস্ত ছবি৷ মন্দ মতি মন্দ বুদ্ধির ভুলভুলাইয়ায় খানিক চক্কর কাটা৷ নিজের অজান্তেই কিছু ভুল নাকি অন্যায় করে ফেলা৷ একি মতিভ্রম নাকি অসফলতার গ্লানি থেকে মুক্তি পেতে চেয়ে আরও একটা সংগঠিত অসফল অধ্যায়ের দৃশ্যকল্প৷

সব ছেড়ে চলে যেতে হবে ভুবনডাঙার মাঠ পেরিয়ে অমৃতকুম্ভের সন্ধানে৷ তবু পেছনের জীবনের জন্য এত আসর সাজান, ধূপ জ্বালা, নিজের নামে হরির লুঠ! কতবার এভাবে ভিড় থেকে পৃথক হতে গিয়ে তাঁরা হারিয়ে গেছে রাতের আঁধারে৷ সাইক্লোন ভূমিকম্প বন্যায় মুছে গেছে অস্তিত্ব৷ অসহিষ্ণু আলোরা ক্রমশঃ অন্ধকারের দিকেই ঠেলে দেয়৷ পা পিছলে গেলে দেখবে সোজা খাঁদে গিয়ে পড়েছো৷ এই একা এগিয়ে যাওয়ার গল্পটা না হয় এবার বন্ধ হোক৷ এসো আরও বেঁধে বেঁধে থাকি৷ এক আকাশের নীচে ভাগ করে নিই রুটির টুকরো, শীতের কাপড় কিংবা ভরা জলসার কবিতা গান আরও কত কী!
সকলে এক সাথে ভালো থাকার চেষ্টা করেই দেখি না! কী বলেন আপনারা, পারবোনা ?

রাজশ্রী বন্দ্যোপাধ্যায়

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।