কবিতায় বলরুমে রঞ্জনা বসু

বিয়োগান্তক

নির্বাক তুমি
একদিন সোচ্চার ছিলে
নিষ্প্রাণ তুমি
তোমার কথা সুর আড়াল হয়েছে।

এখন মৌন আমি
বেঁচে থাকার ভীষণ লড়াইয়ে
স্রোতের গায়ে দু:খুগুলো সব
ভাসতে থাকে স্মৃতিচিহ্ন নিয়ে।

হেমন্ত সন্ধ্যা
কুয়াশায় আবছা হয়ে যায়
একাকী যাপনের সন্তাপময় বোধ
দু:খের অবস্থানে বিলাপ সাজায়।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।