কবিতায় বলরুমে রঞ্জনা বসু

বিয়োগান্তক
নির্বাক তুমি
একদিন সোচ্চার ছিলে
নিষ্প্রাণ তুমি
তোমার কথা সুর আড়াল হয়েছে।
এখন মৌন আমি
বেঁচে থাকার ভীষণ লড়াইয়ে
স্রোতের গায়ে দু:খুগুলো সব
ভাসতে থাকে স্মৃতিচিহ্ন নিয়ে।
হেমন্ত সন্ধ্যা
কুয়াশায় আবছা হয়ে যায়
একাকী যাপনের সন্তাপময় বোধ
দু:খের অবস্থানে বিলাপ সাজায়।