T3 || সমবেত চিৎকার || বিশেষ সংখ্যায় রবীন বসু

বিচার চাই
সুকুমারের মামদো কুকুর বলল ডেকে, ‘দিদি
একটু দাঁড়াও, শুনতে পাচ্ছো! হচ্ছেটা কী! কী?
ডিউটিরত নারী ডাক্তার রক্ত মেখে মরে
ধর্ষিত হয় নারী সম্মান, অসংবৃত পড়ে!
তুমি তখন উকিল হচ্ছো, হচ্ছো জজ্ দুঁদে
বিধান দিচ্ছ, মৃত্যুদণ্ড! নিজেই নিজের ফুঁ-তে!
প্রতিবাদে গলা ফাটায় আমজনতা মাঠে
তোমার পুলিশ লাঠি চালায় যাতে মাথা ফাটে।
আমি তখন খেলেছিলাম বিচার বিচার খেলা
লেংটি ইঁদুর ঘাবড়ে গিয়ে ভয় পেয়েছে মেলা!
এখন কিন্তু আমজনতা মোটেও না কানা
নিজের চোখে বিচার দেখবে, মানবে না টালবাহানা!