T3 || সমবেত চিৎকার || বিশেষ সংখ্যায় রতন বসাক

জেগে ওঠো
চেয়েছিল মানুষের সেবা করতে
শেষে কিনা হলো তারে মরতে!
ডাক্তারের পেশা বেছে নেয় কর্ম
দিন-রাত সেবা করবে মেনে ধর্ম।
সেবার রাজ্যে কান্ড দেখে বোঝে
তাই প্রতিবাদ করার পথটা খোঁজে।
দুষ্কৃতীরা বুঝে যায় তাঁর এই চাল
মেয়েটার জীবনে এটাই হলো কাল।
ফলে গণধর্ষণ করল তাঁরা এক রাতে
নির্মম অত্যাচারে প্রাণও গেল তাতে।
ঘটনাটা চাইছে কেউ ধামা চাপা দিতে
অজানা এক কারণে দুষ্কৃতীদের হিতে।
এইভাবে অন্যায় যদি বাড়তে থাকে
থামানোর প্রয়োজন হয় যে তাকে।
মেয়েদের জন্য করতে নিরাপদ রাত
চলো দখল করতে বাড়িয়ে দাও হাত।
সব দুষ্কৃতীদের ধরে বিচার করতে হবে
চেঁচিয়ে বলো আমরা শান্ত হবো তবে।
জেগে ওঠো সব ধর্ম বর্ণ বিভেদ ভুলে
প্রতিবাদ করো আরো বেশি হাত তুলে।