T3 || কবিতা দিবস || বিশেষ সংখ্যায় রতন বসাক

পথশিশুর কথা
পথের শিশু কেঁদে মরে
পায় না খেতে ভাত,
খিদের পেটে ঘুম আসে না
জেগে কাটায় রাত।
সারাদিনের ধুলো মাখা
দুর্বল শরীর তার,
রোদে পুড়ে শীত বৃষ্টিতে
পায় না কোন ছাড়।
মা বাবা হীন বেঁচে থাকে
কষ্টে জীবন যায়,
সুখের ছোঁয়া পেতো এরা
নিলে এদের দায়।
চুপটি করে চেয়ে থাকে
চোখে আসে জল,
মানুষ হয়ে সহে যাচ্ছে
কার যে পাপের ফল!