T3 || কবিতা দিবস || বিশেষ সংখ্যায় রঞ্জনা বসু

ভ্রমণ
কতদূরে নিয়ে যাবে, বলো
দুহাত পেতেছি আমি, দুচোখ মেলেছি
তুমি দেখো।
কত খরার মাঠ হেঁটে এসে
তবেই বৃষ্টি ছুঁয়েছে আমাকে
সাতরঙা রামধনু এঁকেছি সুখে
কবিতা, তোমাকেই মনে করে
কাটিয়েছি কত নির্ঘুম রাত
আলোর প্রভাত এসে ছুঁয়ে গেছে ধীরে।
একটি শুধু কবিতা
না পড়া খাতার পাতায়
ছন্দ সাজায়
তুমি যেন ছেড়ে যেও না।
কতবার অবহেলা রেখে গেলে
নিজের ই অজান্তে আমি
আগুন পথের শেষে তোমাকেই পাই,
শব্দের আলপনা এঁকে রাখি
ডাক দিই এসো কবিতা
আমার যাপনে আমি তোমাকে যে চাই।