T3 || ২১শে ফেব্রুয়ারি – হৃদয়ে বসতে বাংলা || বিশেষ সংখ্যায় রতন বসাক

মাতৃভাষা চাই
মাতৃভাষা দিবস মানাও
দেশে ঘটা করে,
নিজ ভাষা শেখার সময়
থাকো কেন সরে?
ইংরাজীকে প্রাধান্য দাও
বাংলাটাকে ছেড়ে,
বাংলা শিখে জীবন যুদ্ধে
হয়তো যাবে হেরে?
মাতৃভাষায় যেমন সহজ
কোন কিছু শিখতে,
যায় পারা যায় পুরোপুরি
মনের কথা লিখতে।
অন্য ভাষায় যায় না বুঝা
সঠিক করে জানো,
বুঝার জন্য নিজের ভাষা
সবার আগে মানো।
মাতৃভাষায় লেখাপড়ার
কথা এবার বলো,
আইনে তাই করার জন্য
বলতে সবাই চলো।