হৈচৈ শনিবারের ছড়ায় রতন বসাক

নতুন জামা
মাগো আমায় কিনে দিবি
একটা নতুন জামা?
গত বারের মতোন এবার
এলো নাতো মামা!
বলেছিলেন আসার সময়
দুটো জামা আনবো,
কবে আসবে কেমন করে
আমি সেটা জানবো?
বন্ধুদের সব দেখে এলাম
হয়ে গেছে কেনা,
যেমন করে পারিস মোরে
জামা কিনে দে’না?
বেশি দামি চাই না আমি
নতুন হলে চলবে,
নইলে পরে আমায় দেখে
বন্ধুরা সব বলবে।
ওরে খোকা গরিব মোরা
কোথা পাবো টাকা?
আমাদের যে কেন জানি
সুখের খাতা ফাঁকা!
শরৎ এলো
বর্ষা রানির বিদায় হলে
শরৎ রাজা আসে,
সুস্বাগতম জানায় তারে
শিশির ভরা ঘাসে।
কদম দাদা ফিরে যাবে
বৃক্ষ শাখের থেকে,
শিউলি দিদি ঝরে পড়ে
মাটি দেবে ঢেকে।
গগন ভরা মেঘের ভেলা
আঁকে কতো ছবি,
সকাল থেকে পুব গগনে
আলোয় ভরে রবি।
অল্প ঠান্ডা আরাম লাগে
গরম সহার পরে,
মাঝে মধ্যেই বর্ষণ হচ্ছে
কিছু সময় ধরে।
কাশ ফুলেরা দাঁড়িয়ে রয়
দূর দূরান্তের বনে,
মায়ের আসার সময় হল
আনন্দ তাই মনে।