সম্পাদিকা উবাচ

যদি এমন হতো অবিশ্বাসগুলো জড়ো করে আগুনে পুড়িয়ে দেওয়া যেত তাহলে হয়ত পৃথিবীটা ধ্বংস হওয়ার থেকে বেঁচে যেত৷ সাপের বিষ থেকেও তৈরি হয় ওষুধ, কিন্তু মানুষের বিষের গায়ে লেপ্টে থাকে সংক্রমণ৷ সম্পর্কের সংজ্ঞা বদলে যায়৷ পচন ধরে বিশ্বাসে৷ ৷ছাল বাকলা ছাড়তে ছাড়তে জীবন এগিয়ে যায় ধূমায়িত একটা বাঁকের দিকে৷ আর কয়েক পা এগোলেই সামনে মস্ত খাদ৷ যেখানে বিকৃত ইচ্ছেগুলো জট পাকিয়ে নিশ্চিন্তে আশ্রয় নিয়েছে৷ একবার পা পিছলালেই সংক্রমণ৷ সেই সংক্রমণ খুঁটে খুঁটে খায় অস্তিত্বকে৷ খোকলা খোল-নলিচার জীবন পরে থাকে শব দেহের মত ৷
তবু পাথরকুচি আবেগ বারবার খড়কুটো জড়ো করে ৷ তলানিতে পরে থাকা বিশ্বাস চেঁছে পুছে নিই৷ শেষ ফোঁটা পর্যন্ত চেটে খাই৷ একটু একটু করে, আবার জমতে থাকে প্রতিশ্রুতি৷ নিঃশ্বাসে মিশতে থাকে প্রতীক্ষা৷ ক্ষত বিক্ষত দেহ নিয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা৷ ঝরে পড়া স্বাতীর জল সব ক্ষত ভরিয়ে দেয়৷ জীবন জন্ম দেয় আর এক জীবনকে৷
সুস্থ থাকুন ভালো থাকুন লিখতে থাকুন পড়তে থাকুন ৷

রাজশ্রী বন্দ্যোপাধ্যায়

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *