কবিতায় রতন বসাক

আবার জন্ম দিও
কোথায় মাগো চলে গেছো
কোন অচেনা দেশে,
তোমার বিনা চোখের জলে
যাচ্ছি আমি ভেসে।
ভাল্লাগে না কোনো কিছুই
একা আমার ঘরে,
উঠতেবসতে তোমার কথা
ভীষণ মনে পড়ে।
কি যে করি ভেবে না পাই
দুঃখে বুকটা ভরে,
উথালপাথাল কষ্টের মাঝে
মনটা কেমন করে!
আসবে না তো ফিরে কভু
এই কথাটাও জানি,
মা’তো ছিল আমার কাছে
অনেক দামি মানি।
পরের জন্মে মাগো আমায়
আবার জন্ম দিও,
দূরে থেকে বলছি তোমায়
শ্রদ্ধা প্রণাম নিও।